প্রশ্নঃ MPO আবেদন নিষ্পত্তিতে কত সময় প্রয়োজন?
উত্তরঃ এমপিও আবেদনসমূহ এমপিও নীতিমালার আলোকে নিষ্পত্তি হয়ে থাকে। প্রাথমিক যাচাই বাছাই শেষে এমপিও বাছাই কমিটির সুপারিশ প্রাপ্ত হলে এমপিও অনুমোদন কমিটিতে উপস্থাপিত হয়। অনুমোদন কমিটিতে অনুমোদিত হলে শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তির আদেশ জারি করা হয়। এটি একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া। নিয়মিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়।
প্রশ্নঃ NTRCA কর্তৃক সুপারিশ প্রাপ্ত Adhoc কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত দের করণীয় কি?
উত্তরঃ পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটি গঠিত হলে ভূতাপেক্ষভাবে নিয়োগ ও যোগদান অনুমোদনের কার্যবিবরণী প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অত্র দপ্তরে প্রেরণ করতে হবে।
প্রশ্নঃ সংশ্লিষ্ট ট্রেড এর জিও না থাকায় এমপিওভুক্তির সুযোগ নেই। এই কথার তাৎপর্য কি?
উত্তরঃ একটি শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক ট্রেড/স্পেশালাইজেশনে পাঠদানের অনুমতি থাকতে পারে। এতে শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং জনবল নিয়োগে কোন অসুবিধা নেই। তবে এমপিওভুক্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের সরকারি আদেশ (জি.ও) প্রয়োজন।
প্রশ্নঃ ইনডেক্সধারী শিক্ষক বকেয়া পাবে কিনা?
উত্তরঃ ইনডেক্সধারী শিক্ষকদের যোগদানের তারিখ থেকে এমপিও সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে পূর্ববর্তী প্রতিষ্ঠানের না-দাবী সনদ, পদত্যাগপত্র, প্রত্যয়ণ পত্র, ব্যাংকের নন-ড্রয়াল সনদ এবং বর্তমান প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ণ প্রয়োজন।
প্রশ্নঃ ত্রুটিপূর্ণ তালিকা প্রকাশের পর করণীয় কি?
উত্তরঃ ত্রুটিসমূহের বিপরীতে আবেদনকারী বক্তব্য যদি থাকে প্রযোজ্য ক্ষেত্রে কাগজপত্র (document) সহ প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ডাকযোগে বা সরাসরি অত্র দপ্তরে জমা দিতে পারে
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS